নিজস্ব প্রতিবেদক
নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান বলেন,”আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নৌ পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।
আজ ১৯ মার্চ বুধবার নৌ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নৌপথে আইন-শৃংখলা ও নৌ ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান এর সভাপতিত্বে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়।
কুসুম দেওয়ান বলেন, টার্মিনালসহ দূরপাল্লার লঞ্চে বিশেষ করে রাতে নাশকতা না হয় সেজন্য পুলিশ কাজ করছে এবং সেনাবাহিনীও সহযোগিতা করছে।
লঞ্চ ও জাহাজে সিসিটিভি, জিপিএস সিস্টেম আছে কিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিনি জানতে চান।” আসন্ন ঈদ ভালভাবে অতিবাহিত করার প্রত্যয় ব্যক্তসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে মতবিনিময় সভা সমাপ্ত ঘোষণা করেন।
মতবিনিময় সভায় বিআইডব্লিউটিএ, বিবিআইডব্লিউটিসি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল(যাপ) সংস্থা, লঞ্চ মালিক সমিতি বাংলাদেশ, লঞ্চ মালিক সমিতি,বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতি, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ লঞ্চ লেভার এসোসিয়েশন, বাংলাদেশ পেট্রোলিয়াম ট্যাংকার ওনার্স এসোসিয়েশন, স্পীডবোট মালিক সমিতি, স্পীডবোট পরিচালনা কমিটি, বাংলাদেশ নৌ পরিবহন শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, কোস্টাল-শীপ ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ নৌযান শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ কার্গো ট্রলার বাল্ক হেড শ্রমিক ইউনিয়ন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, নৌ পরিবহন অধিদপ্তর ও নৌপথের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, ডিআইজি নৌ পুলিশ , অতিরিক্ত ডিআইজিবৃন্দ, অতিরিক্ত ডিআইজি ঢাকা রেঞ্জ, পুলিশ সুপারবৃন্দ নৌ পুলিশ হেডকোয়ার্টার্স ও এডিসি(ট্রাফিক) লালবাগ, ডিএমপি, নৌ পুলিশের সকল অঞ্চলের পুলিশ সুপারসহ নৌ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সরাসরি ও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
Discussion about this post