অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের শপথের বৈধতা দিয়ে রুলিং দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। শুক্রবার এই রুলিং জারি করেন সুপ্রিম কোর্ট।
নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান জানিয়েছেন, তাকে এ ব্যাপারে অবগত করা হয়েছে। তবে এখনো তিনি আদেশটি দেখেননি। আদেশ না দেখে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অপারগতাও জানান তিনি।
এর আগে গতকাল (বৃহস্পতিবার) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ অন্তবর্তীকালীন সরকার গঠনের পক্ষে মত দেন ও রুলিং ইস্যু করেন।
আপিল বিভাগ সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী মতামত দিয়ে বলেন, সংসদ না থাকা অবস্থায় অন্তবর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে প্রধান উপদেষ্টা ও কয়েকজন উপদেষ্টা নিয়ে।
এর আগে শপথের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের মতামত চেয়েছিলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
তারই পরিপ্রেক্ষিতে রুলিং দিয়ে, দুর্যোগ মুহূর্তে মধ্যবর্তী সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছে আপিল বিভাগ।
Discussion about this post