নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট অনেক তারকা গা ঢাকা দিয়েছেন। সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, মমতাজরা এখনো আত্মগোপনে। এর মধ্যেই চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা সাজু খাদেম ও অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে হত্যাচেষ্টা মামলার আসামি করা হয়েছে।
২০১৫ সালের ২০ এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে জায়েদ খান, শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেমকে।
এই মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলেন, শেখ সেলিম, শেখ হেলাল, ফারুক খান, ফজলে নূর তাপস, নিক্সন চৌধুরী, সাইদ খোকন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, সাংবাদিক শাবান মাহমুদ প্রমুখ।
রবিবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।
Discussion about this post