সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানসহ ছয়জন সংসদ সদস্যকে (এমপি) জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছয়জনকে বুধবার (৪ সেপ্টেম্বর) জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুদক সূত্রে বিষয়টি জানা গেছে।
শাজাহান খান ছাড়াও সাবেক চিফ হুইপ নুর ই আলম চৌধুরী, সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য জিয়াউর রহমান ও কাজিম উদ্দিন আহমেদকে তলব করেছে সংস্থাটি। এদের মধ্যে সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম জিজ্ঞাসাবাদে হাজির হওয়ার জন্য সময় চেয়ে আবেদন করেছেন বলে জানিয়েছে একটি সূত্র।
এর আগে গত ২০ আগস্ট শাজাহান খানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। প্লট বরাদ্দে অনিয়ম ও পরিবহন খাতে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে ২০১৪ সালেও তলব করেছিল দুদক।
অন্যদিকে অবৈধ সম্পদের অভিযোগে মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর ই আলমসহ বাকিদের বিরুদ্ধেও দুদকের অনুসন্ধান চলছে।
Discussion about this post