নিজস্ব প্রতিবেদক
বন্যার্তদের সহায়তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ২২ আগস্ট থেকে গণত্রাণ কর্মসূচি শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এখন পর্যন্ত ১১ কোটি ১০ লাখ টাকা নগদ অর্থ জমা পড়েছে। এ ছাড়া এসেছে বিভিন্ন ত্রাণ সামগ্রী।
বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় টিএসসিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল কাদের।
তিনি বলেন, ২২ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত টিএসসিতে সংগ্রহ হয়েছে ১১ কোটি ১০ লাখ ১৩ হাজার ৫৬৯ টাকা।
এই সমন্বয়ক বলেন, শুরুতে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ পৌঁছাতে পারলেও সব জায়গায় বিতরণ সম্ভব হচ্ছিল না। পরিবহন না পাওয়াসহ বিভিন্ন কারণে ত্রাণ পৌঁছাতে সমস্যা হচ্ছিল। তবে আমরা চেষ্টা করেছি।
আবদুল কাদের বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন করাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কার্যক্রম।
Discussion about this post