নিজস্ব প্রতিবেদক
একজন খেলোয়াড় হিসেবেই বোর্ড সভাপতির সাথে ‘ক্রিকেটারদের’ বৈঠকে ড্যাশিং ওপেনার তামিম ইকবাল উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।
সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বিসিবির সাথে মত পার্থক্যের কারণে গত বছর থেকে ক্রিকেটের সাথে সম্পৃক্ত ছিলেন না তামিম। ক্ষমতার পালা বদলে নিয়মিত বিসিবিতে আসলেও, তামিমের ক্রিকেটে ফেরার বিষয়টি এখনও পরিষ্কার নয়।
অধিনায়ক ক্যাটাগরি থেকে নির্বাচিত পরিচালক খালেদ মাহমুদ সুজনের পদত্যাগের পর তামিমের যোগদানের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ওঠে।
কিন্তু গতকাল বর্তমান ক্রিকেটারদের সাথে বোর্ড সভাপতির বৈঠকে তামিমের উপস্থিত নিয়ে প্রশ্ন উঠেছে।
আজ স্থানীয় একটি হোটেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফারুক বলেন, ‘তামিম এখনও একজন ক্রিকেটার। সে ক্রিকেট থেকে অবসর নেয়নি।’
বৈঠকে বিপিএলের পারিশ্রমিক নিয়েও বিসিবি সভাপতির সাথে আলোচনা করেন জাতীয় দলের ক্রিকেটাররা। পারিশ্রমিক কিছুটা কমিয়ে হলেও সুষ্ঠুভাবে বিপিএল আয়োজন করার কথা জানান তারা ।
ফারুক বলেন, ‘তামিম এসেছে। আমি সভাপতি হবার পর ক্রিকেটারদের সাথে বসতে পারিনি। তাই আমার সাথে দেখা করতে এবং কিছু বিষয়ে নিয়ে আলোচনা করতে এসেছিলো তারা।’
তিনি আরও বলেন, ‘আমরা একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। বিপিএল, ডিপিএল, অন্যান্য ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট রয়েছে। এসব যথাসময়ে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে প্রশ্ন ছিল। তাদের কিছু পরামর্শও ছিল। আমরা এসব নিয়ে আলোচনা করেছি।’
Discussion about this post