নিজস্ব প্রতিবেদক
লন্ডন থেকে ঢাকায় ফেরানো হচ্ছে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে।
রোববার (৩০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত অফিস আদেশে তাকে অবিলম্বে ঢাকায় ফিরতে বলা হয়েছে।
রেওয়াজ অনুযায়ী সাধারণ একজন কূটনীতিক কোনো মিশনে তিন বছর রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে থাকেন। কিন্তু বিগত আওয়ামী সরকারের অত্যন্ত আস্থাভাজন হওয়ায় সাইদা মুনা ২০১৮ সালের ৩০ নভেম্বর থেকে লন্ডনে হাইকমিশনারের দায়িত্ব পালন করে আসছিলেন। তার চাকরির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে।
বিএনপির প্রবাসী সমর্থকরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন, সাইদা মুনা লন্ডনে বাংলাদেশ হাইকমিশনকে আওয়ামী লীগের দলীয় কার্যালয় বানিয়ে ফেলেছেন।
আরও পড়ুন
পাচারের অর্থ ফেরাতে ৯ সদস্যের টাস্কফোর্স
লন্ডনে হাইকমিশনারের নিয়োগ পাওয়ার আগে সাইদা মুনা থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। কূটনীতিক হিসেবে তিনি জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এবং লন্ডন মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
Discussion about this post