নিজস্ব প্রতিবেদক
বাফুফে কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার দুপুরে বাফুফে ভবনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহউদ্দিন।
তফসিল অনুযায়ী নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ শুরু হবে ৯ অক্টোবর, চলবে তিন দিন। ৯, ১০ ও ১২ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।
সভাপতি পদে মনোনয়ন ফরমের মূল্য ১ লাখ টাকা, সিনিয়র সহসভাপতি পদে ৭৫ হাজার, সহসভাপতি পদে ৫০ হাজার এবং সাধারণ সদস্য পদের মনোনয়ন ফরম ২৫ হাজার টাকা দিয়ে কেনা যাবে।
মনোনয়নপত্র দাখিলের তারিখ ১৪ ও ১৫ অক্টোবর, যাচাই-বাছাই ১৬ অক্টোবর। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সূচি ১৯ অক্টোবর সকাল থেকে ২০ অক্টোবর বেলা ২টা পর্যন্ত। মনোনয়নপত্রের ওপর আপত্তি দেওয়া যাবে ১৭ অক্টোবর। তবে আপত্তিকারীর খরচ হবে ৫০ হাজার টাকা। চূড়ান্ত নির্বাচনী প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২০ অক্টোবর।২৬ অক্টোবর হোটেল ইন্টার কনটিনেন্টালে বাফুফে নির্বাচনের ভোট গ্রহণ করা হবে বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর পরপরই ভোট গণনা ও ফলাফল প্রকাশিত হবে।
বাফুফের কার্যনির্বাহী কমিটিতে মোট পদ ২০টি। সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতির তিনটি পদের পাশাপাশি নির্বাহী কমিটির সদস্যপদের সংখ্যা ১৫ টি।
Discussion about this post