নিজস্ব প্রতিবেদক
যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ এবং আওয়ামী লীগ নেতা হুমায়ূন কবিরের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রবিবার (১৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় আসামিপক্ষ জামিন চেয়ে শুনানি করেন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ৫ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়। একই দিন হুমায়ূন কবিরকে গ্রেপ্তার করে পুলিশ।
পরদিন ৬ অক্টোবর ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
Discussion about this post