অবহেলা অনাদরে যাপিত জীবন
কালের পরিক্রমায় ক্ষয়ে ক্ষয়ে
নিঃশেষ করে ফেলে জীবনী শক্তির সবটুকু নির্যাস
প্রিয়জনের প্রয়োজনে কেটে যায় বিনিদ্র রজনী
সংসারের যাঁতাকলে পিষ্ট সোনালী যৌবন ।
তবুও ধূসর মরুর বুকে রঙ লাগে
প্রতিটি সকাল সন্ধ্যায় জীবন পেতে চায় প্রিয়জনের পরশ
ইচ্ছের পাখিগুলো সারাক্ষন ডানা ঝাপটায় মনের চৌরোঙ্গিতে ।
এটাই বোধহয় বিধাতার খেলা
কালের গর্ভে বিলীন হওয়া ফিনিক্স পাখি আমি
এসেছিলাম পৃথিবীতে আনন্দের অশ্রু হয়ে
একদিন দুঃখের কারণ হয়ে বিদায় নেব চিরজনমের তরে
অনাদরে , অবহেলায় , অপরিচিতদের বাহুডোরে ।
Discussion about this post