নিজস্ব প্রতিবেদক
আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টার পর এক ফেসবুক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
সারজিস আলম লিখেছেন, ১৬ বছরের অন্যায়, অত্যাচার, কুকর্মের উপযুক্ত শাস্তি না পেয়ে সন্ত্রাসীরা বের হয়ে আসার চেষ্টা করছে। আমরা আবার রাজপথে নামার আগে এসব খুনি ও তাদের দোসরদের গ্রেপ্তার করুন।
রাজপথে নামার হুঁশিয়ারি দিয়ে যা বললেন সারজিস আলম
এখন পর্যন্ত স্ট্যাটাসটিতে দুই হাজারেরও বেশি পাঠক মন্তব্য করেছেন।
জাহাঙ্গীর হোসেন খান নামে একজন লিখেছেন, ঠিক বলেছেন ভাই। দোসরদের শাস্তি নিশ্চিত করতে হবে, দেশের মাটিতেই।
রায়হান আহমেদ তামিম লিখেছেন, গণহত্যার সহায়ক, পৃষ্ঠপোষক, সমর্থক- সকলেই দোষী। তাদের চিহ্নিত করে এমন বিচারের মুখোমুখি করতে হবে যেন শুধু বাংলাদেশ নয়, বরং গোটা পৃথিবীর বুকে নজির হয়ে থাকে।
শহীদুল ইসলাম লিখেছেন, সহমত পোষণ করছি।
নুরুল ইসলাম রিমন নামে আরেকজন লিখেছেন, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।
Discussion about this post