আন্তর্জাতিক ডেস্ক
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপানের দক্ষিণাঞ্চল। দেশটির কিয়ুশু এলাকায় আঘাত হানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প। এতে কিয়ুশুর পূর্ব ও দক্ষিণ উপকূল এবং শিকোকুর দক্ষিণ উপকূলে জারি করা হয় সুনামি সতর্কতা। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৮ আগস্ট) স্থানীয় সময় বিকেলে আঘাত হানে এই ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়াজাকির উপকূল থেকে ২০ মাইলেরও কম দূরত্বে।
দেশটির আবহাওয়া সংস্থা কিয়ুশুর পূর্ব ও দক্ষিণ উপকূল এবং শিকোকুর দক্ষিণ উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে। সমুদ্র ১ মিটার উঁচু হয়ে উপকূলে আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।
উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি জাপান। চলতি বছরের ১ জানুয়ারি জাপানের উত্তর-মধ্য অঞ্চল নোটোতে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ২৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।
Discussion about this post