নিজস্ব প্রতিবেদক
ছাত্র-আন্দোলনে ইমরুল কায়েস ফয়সাল নামে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার (২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ আদেশ দেন।
এর আগে, এদিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন ও উন্নত চিকিৎসা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত সাধন চন্দ্র মজুমদারকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে কারাবিধি অনুযায়ী চিকিৎসা দেওয়ার আদেশ দেন আদালত।
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গত ৩ অক্টোবর রাতে সাবেক খাদ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ। পরদিন তেজগাঁও থানার হত্যা মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় গুলিতে আহত হন ব্যবসায়ী ইমরুল কায়েস ফয়সাল। ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে গত ২৬ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন তিনি।
মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৮৪ জনকে আসামি করা হয়।
Discussion about this post