নিজস্ব প্রতিবেদক
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী শো-রুম উদ্বোধনে বাধার অভিযোগ ওঠেছে। রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী ও ‘তাওহীদি জনতা’র ব্যানারে একদল আন্দোলনকারী মেহজাবিনকে নিয়ে দোকান উদ্বোধনের বিরোধিতা করেন। এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে প্রতিরোধ গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তারা।
শনিবার (২ নভেম্বর) দুপুরে নগরীর আর এস রোডে ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি শো-রুম উদ্বোধনের কথা ছিল মেহজাবীনের। চট্টগ্রামে পৌঁছেও নিরাপত্তাজনিত কারণে শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেননি তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে আসা অতিথিরা জানান, রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী ও ‘তাওহীদি জনতা’র হুঁশিয়ারির পর মেহজাবীন নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাই শেষ পর্যন্ত শো-রুম উদ্বোধনে আসেননি তিনি।
তবে শো-রুমটির ম্যানেজার ইমদাদ হোসেন বলেন, কিছু সমস্যার কারণে উনি আসতে পারেননি। উনাকে ছাড়াই উদ্বোধন অনুষ্ঠান শেষ হয়েছে।
এর আগে গত ২৮ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শো-রুম উদ্বোধনের কথা জানিয়ে একটি ভিডিওবার্তা দিয়েছিলেন মেহজাবীন চৌধুরী। স্থানীয় ভক্তদের ওই অনুষ্ঠানে আসার আমন্ত্রণও জানিয়েছিলেন তিনি।
Discussion about this post