নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বংশাল এলাকায় আন্দোলনরত ছাত্র হত্যাকান্ডে জড়িত মোঃ সিরাজুল ইসলাম ওরফে সিরাজ চেয়ারম্যান কে গ্রেফতার করেছে র্যাব-১০।
রাজধানীর সিদ্দিক বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি সিরাজকে গতকাল গ্রেফতার করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, নিরস্ত্র ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলন দমনে আক্রমনকারীদের অর্থের যোগানদাতা বাদামতলী এবং বংশাল এলাকায় আন্দোলনকারীদের বিপক্ষে অর্থ যোগান দাতা। বংশাল এলাকায় একজন নিরীহ ছাত্রকে হত্যাকান্ডে জড়িত সিরাজসহ অন্যান্য আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে আসামি কে গ্রেফতার করতে সমর্থ হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উল্লেখিত ঘটনার সাথে তার সম্পৃক্তার সত্যতা স্বীকার করেছে। এছাড়াও রাজধানীর বংশাল এবং সাতক্ষীরা সদর থানায় তার নামে একাধিক মামলা রয়েছে
Discussion about this post