নিজস্ব প্রতিবেদক
দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়িত্বরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র্যাক) আয়োজনে স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৪ শেষ হয়েছে।
দুদিন ব্যাপি এই আয়োজনে ছিল বিট ভিত্তিক সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে ফুটবল প্রতিযোগিতা।
সোমবার রাজধানীর পল্টন মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ৪-০ গোলে জয়ী হয় বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। ক্যাপিটাল জার্নালিস্ট ফোরামকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলে নেয় বিএসপিএ।
এর আগে রোববার র্যাক স্পোর্টস ফেস্টিভ্যাল উদ্বোধন হয়।
এদিন র্যাকসহ ১৬টি সাংবাদিক সংগঠন প্রথম পর্বের খেলায় অংশ নেয়। ১৬টি সাংবাদিক সংগঠনের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় কোয়ার্টার ফাইনালে উঠে আসে আটটি দল। সোমবার একই দিনে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল ম্যাচ শুরু হয় বেলা দেড়টায়। এর আগে দুই দলের আনুষ্ঠানিকতার পর বক্তব্য রাখেন র্যাকের সভাপতি জেমসন মাহবুব ও সাবেক সভাপতি আহম্মদ ফয়েজ।
এরপর খেলা শুরুর ঠিক আগ মুহূর্তে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন র্যাকের ক্রীড়া সম্পাদক ফজলুর রহমান। তা ছাড়া সংগঠনটির সহ সভাপতি মাহবুব সৈকত, অর্থ সম্পাদক তাসলিমুল আলম তৌহিদ, প্রচার-প্রকাশনা সম্পদক মারুফ কিবরিয়া, দপ্তর সম্পাদক আলী তালুকদার ও কার্যনির্বাহী সদস্য তাবারুল হক।
Discussion about this post