নিজস্ব প্রতিবেদক:
পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবকুমার ইনস্টিটিউশন ও ড. শহীদুল্লাহ কলেজের উদ্যোগে সামাজিক সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে “ধূমপানমুক্ত ক্যাম্পাস স্বাস্থ্যকর পরিবেশ” বিষয়ক এক র্যালী ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
১৩ নভেম্বর বুধবার সকাল ১০টায় র্যালী শেষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবদুল মান্নান ভূঁইয়া, এস ইউ পি (অব.) বলেন, বর্তমানে ধূমপান নতুন প্রজন্মের কিশোরদের নিকট ফ্যাশানে পরিণত হয়ছে যা কোনভাবেই মেনে নেয়া যায় না।
তিনি বলেন, ধূমপান কোনো ফ্যাশন নয় বরং এর পরিনতি অকাল মৃত্যু। তাই তিনি সকলকে ধূমপান থেকে বিরত থাকার আহবান জানান।
অধ্যক্ষের নেতৃত্বে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ র্যালিতে প্রায় ছয় শতাধিক জন সমাগম ঘটে। কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে বকশিবাজার মোড় সরকারি বদরুন্নেসা কলেজ হোসেনী দালান চকবাজার হয়ে র্যালীটি কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।
উক্ত কর্মসূচিতে মাদকবিরোধী সংগঠন প্রত্যাশা এর প্রেসিডেন্ট হেলাল আহমেদ এবং নিরাপদ ডেভোলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা নবকুমার ইনস্টিটিউশন ও ড. শহীদুল্লাহ কলেজ কর্তৃক গৃহীত এ কর্মসূচি সকলের ভূয়সী প্রশংসা অর্জন করে এবং এ জাতীয় কর্মসূচি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও ধূমপানমুক্ত পরিবেশ তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।
Discussion about this post