নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভাইরাল ফোনালাপ ও বিএনপি অফিস ভাঙচুর মামলার আসামি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ। শানবার (১৬ নভেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জাহাঙ্গীর আলম (৪৫) গোবিন্দগঞ্জ উপজেলা যুবলীগের দফতর সম্পাদক। তিনি গোবিন্দগঞ্জ পৌর এলাকার হিরক পাড়ার মোজাম্মেল হকের ছেলে। এর আগে, শুক্রবার ভোরে গোপন খবরে অভিযান চালিয়ে নওগাঁ জেলার মান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমসহ তার সহযোগীরা মিলে ৩ আগস্ট গোবিন্দগঞ্জের বিএনপি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। ওইদিন থেকে তিনি ও তার লোকজন নিয়ে আত্মগোপনে চলে যান। এরপর জাহাঙ্গীর আলম গোপনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন। সেই ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি প্রশাসন ও সাধারণ মানুষের নজরে আসে।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, গোপন খবরে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকে নওগাঁর মান্দা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিএনপি অফিস ভাঙচুরের মামলা রয়েছে। তিনি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন। জাহাঙ্গীর আলমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Discussion about this post