নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে মহানগরীতে আবারও ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (১৮ নভেম্বর) রাত ১০টায় নগরীর ওয়াসা বাগমনিরাম স্কুল গলিতে মহানগর ছাত্রলীগ এই মিছিল করেছেন বলে দাবি করেন সংগঠনের নেতাকর্মীরা। কয়েক মিনিটের সেই মিছিলে ছাত্রলীগের ১০ থেকে ১৫ জন নেতাকর্মীকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি। চকবাজার ও খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা কেউই মিছিলের বিষয়টি জানে না বলে উল্লেখ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের এক নেতা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের স্বেচ্ছাচারিতা ও আওয়ামীলীগ, ছাত্রলীগের বিরুদ্ধে ঢালাওভাবে মিথ্যা মামলার প্রতিবাদে এই মিছিল করেছেন তারা।
এর আগে, রোববার (১৭ নভেম্বর) দিবাগত মধ্যরাতে নগরীর প্রবর্তক মোড়ে মিছিল করেছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে অভিযান চালিয়ে সজীব হোসেন ও দিদারুল আলম নামে দুজনকে আটক করে পুলিশ। এদের মধ্যে দিদার চট্টগ্রাম আইন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। নিষিদ্ধ ঘোষণার পর গত আক্টোবরেও নগরীর জামালখান এলাকায় মিছিল করেছিল ছাত্রলীগের নেতাকর্মীরা।
Discussion about this post