সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশের মুক্তি চেয়েছেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতারা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, চিন্ময়কে অবিলম্বে মুক্তি ও হামলাকারীদের গ্রেফতার করতে হবে। দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ারও হুঁশিয়ারি দেন তিনি। চিন্ময়ের জামিন না হলে বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে অনুসারীরা লং মার্চ করে স্বেচ্ছায় কারাবরণ করবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় তারা আরও দাবি করেন, চট্টগ্রামে আদালত চত্বরে হিন্দুধর্মাবলম্বীদের ভেতরে দুষ্কৃতিকারীরা প্রবেশ করে বিশৃঙ্খলা তৈরি করেছে। আদালতের আইনজীবীকে হিন্দু ভেবে হত্যা করা হয়েছে, এ ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ জড়িত নন।
তারা অভিযোগ করেন, দেশ স্থিতিশীল নয়, কোনো নির্দিষ্ট গোষ্ঠী দাঙ্গা বাঁধানোর পায়তারা করছে।
Discussion about this post