নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ (ইউডিজেএফবি) এর সাবেক সভাপতি ও দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি অমিতোষ পাল এর মাতা রাজলক্ষ্মী রাণী পাল পরলোক গমন করেছেন।
শুক্রবার বিকেলে ভারতের কলকতায় মেঝ ছেলের বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। রাজলক্ষ্মী রাণী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি ৪ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
অমিতোষ পালের মাতার মৃত্যুতে ইউডিজেএফবির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি মতিন আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক ফয়সাল খান গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। তারা রাজলক্ষ্মী রাণী পলের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শুক্রবার রাতে কলকাতার বারাসতের স্থানীয় শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
Discussion about this post