নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৭০৫ জন।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মারা যাওয়া তিনজনের মধ্যে একজন পুরুষ, দুইজন নারী।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪৯৭ জন। তাদের মধ্যে ২৪১ জন পুরুষ ও ২৫৬ জন নারী। মোট আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ৫৬ জন। এছাড়া ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৯১ জন।
Discussion about this post