বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী। সম্প্রতি নববধূর সাজে তার বেশকিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।ছবিতে তার সঙ্গে বর হিসেবে দেখা গেছে এক তরুণ মডেলকে, যার সঙ্গে বুবলীর বয়সের ফারাক অনেক।আর তাতেই শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।তাদের এ ফটোশুট নিয়ে বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে ভক্তদের মাঝে।অনেকেই আবার তাদের এ যুগলবন্দিকে ‘অসম’ জুটি হিসেবে দেখছেন।
জানা গেছে, কোরিওগ্রাফার গৌতম সাহার কোরিওগ্রাফিতে বউ সেজেছিলেন নায়িকা বুবলী।তার সঙ্গে ছিলেন তরুণ মডেল ওয়াসিফ খান। দুজনকেই দেখা গেছে বিয়ের সাজে।
আলোচনা-সমালোচনার মুখে বিষয়টি নিয়ে কথা বলেছেন বুবলী। তিনি বলেন, এমন একটা আলোচনা সৃষ্টি হতে পারে সেটা তারা অনুমান করেছিলেন। সেদিক থেকে তাদের ফটোশুটটা সাকসেসফুল হয়েছে বলেই মনে করছেন।
নায়িকা বলেন, ‘সবসময় কিছু ভিন্নতা না আনলে সেটা নিয়ে আলোচনা হয় না। আমরা ফটোশুটের সময় জানতাম, এটা নিয়ে আলোচনা হবে। কেউ পজিটিভলি নেবে, কেউ বিষয়টা ভিন্নভাবে দেখবে। সেদিক থেকে আমরা সাকসেস। কারণ, সবাই এটা নিয়ে কথা বলছে।’
অল্প বয়সি ছেলের সঙ্গে ফটোশুট প্রসঙ্গে বুবলী বলেন, ‘আমরা যদি নতুনদের সঙ্গে কাজ না করি, বিশেষ করে আমার ক্যারিয়ারের ৮-৯ বছর হয়ে গেছে…সেই আমরা যদি কিছু ভিন্নতা না আনার চেষ্টা করি তাহলে দর্শক পরিবর্তনটা দেখবে না।’
Discussion about this post