নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৪৪ পুলিশ কর্মকর্তার তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর।রোববার (১৮ আগস্ট) পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগ থেকে এই তালিকা প্রকাশ করা হয়।
নিহতদের মধ্যে কনস্টেবল ২১ জন, নায়েক একজন, এএসআই সাতজন, এটিএসআই একজন, এসআই ১১ জন এবং পরিদর্শক তিনজন। নিহতদের মধ্যে ২৪ জন পুলিশ সদস্য ৫ আগস্ট, ১৪ জন নিহত হয়েছেন ৪ আগস্ট এবং বাকি সদস্যরা বিভিন্ন সময় নিহত হন।
পুলিশ সদরদপ্তরের তালিকা অনুযায়ী, সিরাজগঞ্জ জেলায় সর্বোচ্চ ১৫ জন পুলিশের প্রাণ গেছে। এছাড়া ঢাকা মেট্রোপলিটনে মারা গেছে ১৪ পুলিশ সদস্য। ঢাকা জেলা পুলিশ, নোয়াখালী ও কুমিল্লায় নিহত হয়েছেন ছয় সদস্য। এছাড়া খুলনা মেট্রোপলিটন, গাজীপুর মেট্রোপলিটন, চাঁদপুর, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণঞ্জে প্রাণ গেছে একজন করে।
এর বাইরে, ঢাকায় স্পেশাল ব্রাঞ্চের (এসবি) একজন, নারায়ণগঞ্জে পিবিআইয়ের একজন ও কুমিল্লায় হাইওয়ে পুলিশের এক সদস্য রয়েছেন।
Discussion about this post