লাইফস্টাইল ডেস্ক
সব ধর্ম, বর্ণ আর শ্রেণি-পেশার মানুষের পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা আর আন্তঃধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ ও অসাম্প্রদায়িক মেলবন্ধনের এক অপার দৃষ্টান্তের অনন্য নিদর্শন আমাদের বাংলাদেশ। এখানে সব ধর্মের মানুষের, নিজ ধর্ম পালনের স্বাধীনতা, পরধর্মের প্রতি সহিষ্ণুতা আর আনন্দ আয়োজনে মিলেমিশে উদযাপনে বাংলাদেশের মানুষ বিশ্বের বিস্ময়। আমাদের সব আয়োজনেই তা ফুটে ওঠে। একদিন পরেই সারা বিশ্ববাসীর সঙ্গে এ দেশের খৃষ্ট ধর্মাবলম্বীরাও তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করবেন। এ আনন্দ আয়োজনে মুখ্য হয়ে ওঠে আলোকসজ্জা আর নানা মুখরোচক খাবার। বড়দিন উদযাপন করতে প্রস্তুত নগরীর অভিজাত তারকা হোটেলগুলো। চলুন, জেনে নেই হোটেলগুলোর বর্ণাঢ্য আলোকসজ্জা ও মুখরোচক খাবারের আয়োজনে এবার কী কী থাকছে।
হোটেল ইন্টারকন্টিনেন্টাল
প্রতি বছরের মতো এবারও বড়দিন উপলক্ষ্যে রাজধানীর পাঁচ তারকা ইন্টারকন্টিনেন্টাল হোটেল তাদের প্রাঙ্গণ সাজিয়েছে উৎসবের আমেজে। তবে এ বছরে যোগ হয়েছে আরও নতুন আকর্ষণ। উৎসবের আনন্দ বাড়াতে হোটেলটি সেজেছে নান্দনিক সাজে। থাকছে অসাধারণ ক্রিসমাস ট্রি। এ প্রসঙ্গে হোটেলের মার্কেটিং ডিরেক্টর সাদমান সালাহ উদ্দিন জানান, ক্রিসমাসের আনন্দ আয়োজনে ইন্টারকন্টিনেন্টাল সব সময় এগিয়ে থাকার চেষ্টা করে, বিশেষ করে ছোট্ট সোনামণিদের অনাবিল আনন্দ দিতে আমাদের থাকে সেরা সব আয়োজন। ক্রিসমাস কিডস ওয়ান্ডারল্যান্ড কার্নিভ্যাল, যাতে থাকছে ছোটদের আকর্ষণ শান্তা ক্লস, ফান রাইড, বাবল হাউজ, জাদুর বাক্স, চো চো ট্রেইন, মেরি গো রাউন্ড, ক্যান্ডি, চকলেট, আইসক্রিম আর মজাদার কেকের দারুণ সমাহার। ২৫ ডিসেম্বর বড়োদিনে এ আনন্দ আয়োজন উপভোগ করা যাবে মাত্র ৩০০০ টাকায়। এছাড়া ২৪ ডিসেম্বর থেকেই আমাদের এখানে শুরু হবে ফেস্টিভ সিজন ফিয়েস্ট, যাতে থাকছে ক্রিসমাসের সিগনেচার ফোর কোর্সের অসাধারণ এক ডিনার। বিস্তারিত জানতে +৮৮০২ ৫৫৬৬৩০৩০
হলিডে ইন ঢাকা সিটি সেন্টার
পাঁচ তারকা হোটেল হলিডে ইন ঢাকা সিটি সেন্টার, বড়দিন উপলক্ষ্যে করেছে বিশাল আয়োজন। প্রতি বছর বড়দিন উদযাপনে বাংলাদেশের বিভিন্ন ভবনের আদলে তৈরি করে ‘জিঞ্জারব্রেড হাউজ’। গত বছরের থিম ছিল জাতীয় সংসদ ভবন। সে ধারাবাহিকতায় এ বছর তারা নিজেদের বিল্ডিংয়ের আদলেই করেছে দারুণ একটা জিঞ্জারব্রেড হাউজ, পাশাপাশি ক্রিসমাস কিডস ফেস্ট নামের জমকালো আয়োজনে শিশুদের জন্য আকর্ষণীয় সব অ্যাক্টিভিটিস রাখা হয়েছে। রুফটপ পুলসাইডে আনলিমিটেড আইসক্রিম, ট্রেন রাইড, জাম্পিং ক্যাসেল, ম্যাজিক শো, ফুড কর্নার, ডোরেমন, ম্যারি গো রাউন্ডসহ থাকছে অনেক কিছু। ফুড বক্স + এন্ট্রি ফিসহ পুরো আয়োজন উপভোগ করা যাবে জনপ্রতি মাত্র ১৫০০ টাকায়। ২৫ ডিসেম্বর ক্রিসমাস ক্যারল গান দিয়ে শুরু হবে বড়দিন উদযাপন। পাশাপাশি থাকবে বিশেষ ক্রিসমাস ইভ সেলিব্রেশন ও ক্রিসমাস বুফে ডিনার। যোগাযোগ : ০১৩২৪৭১৭০২৫-২৬
লা মেরিডিয়ান
পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ান ঢাকায় বড়দিন উপলক্ষ্যে থাকছে অনন্য আয়োজন। পাশাপাশি ক্রিসমাস কিডস কার্নিভ্যাল নামের জমকালো আয়োজনে শিশুদের জন্য থাকছে আকর্ষণীয় সব আনন্দ-বিনোদনের ব্যবস্থা। রুফটপ পুলসাইডে আনলিমিটেড মুভি, কার্নিভ্যাল গেমস, ট্রেন রাইড, ফেইস পেইন্টিং, কুকিঞ্জ কম্পিটিশন, মাঙ্কি বাউন্স রাইড, ক্রিসমাস ক্যারল, স্টরি টেলিং, ফুড কর্নারসহ অনেক কিছু। একজন বাচ্চার সঙ্গে একজন অভিভাবক পুরো আয়োজন উপভোগ করতে পারবেন মাত্র ২৯০০ টাকায়, এ ছাড়াও ক্রিসমাস বুফে ডিনারে থাকছে বৈচিত্র্যময় খাবারের আয়োজন। বিস্তারিত জানতে ফোন : +৮৮০ ১৭৬৬৬৭৩৪৪৩
রেনেসন্স ঢাকা গুলশান হোটেল
ম্যারিয়ট ইন্টারন্যাশনালের রেনেসন্স ঢাকা গুলশান হোটেল আবারও নিয়ে এসেছে ক্রিসমাসের বিশেষ আয়োজন। ক্রিসমাস উপলক্ষ্যে হোটেলটি সেজে উঠবে উৎসবের আমেজে। বাহার মাল্টি কুইজিন রেস্টুরেন্টে ২৪ ও ২৮ ডিসেম্বর থাকবে বিশেষ ডিনার আয়োজন। ২৫ ডিসেম্বর থাকবে ক্রিসমাসের স্পেশাল ব্র্যাঞ্চ। বড়দিনের উৎসবকে আরও বিশেষ করতে জিবিসিতে থাকছে বিভিন্ন ধরনের বেকারি, কেক, ক্রিসমাস মেন্যু আর ক্রিসমাস গিফট বক্স। হোটেলটি ফাইন ডাইনিং রেস্টুরেন্ট সিআরে থাকছে দুজনের জন্য উইমসিকাল ডিনার এবং সারপ্রাইজ বক্স। এছাড়া ছোট-বড় সবার জন্য থাকবে বিভিন্ন ধরনের সারপ্রাইজ।
ঢাকা রিজেন্সি
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে বড়দিন উপলক্ষ্যে রঙিন বাতির আলোকসজ্জা, সান্তা ক্লজ ও ক্রিসমাস ট্রি দিয়ে সাজান হয়েছে। এছাড়া শিশুদের জন্য ক্রিসমাস কিডস পার্টি ‘কিডস কার্নিভ্যাল অন দ্য স্কাইলাইন’ আয়োজনও রয়েছে। ঢাকা রিজেন্সির গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে থাকবে মজাদার খাবারের পসরা। ক্রিসমাস ইভ ও বড়দিনে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত থাকছে রাতের বুফে ডিনার। মেন্যুতে থাকছে বিভিন্ন দেশের বড়দিনের খাবার। রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাই লাইনে ক্রিসমাস কিডস পার্টি চলবে ২৫ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। শিশু-কিশোরদের জন্য এ আয়োজনে থাকবে মজার মজার সব ম্যাজিক। আরও থাকবে টয় ট্রেন, বাউন্সি হাউজ, বল হাউজসহ বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা। এ আনন্দকে আরও বাড়িয়ে দিতে হাজির হবেন সান্তা ক্লজ তার নানা উপহার ও আরও কিছু চমক নিয়ে।
দ্য ওয়েস্টিন
তারকা হোটেল দ্য ওয়েস্টিনে ঢাকার ক্রিসমাস আয়োজনে সব সময়েই থাকে একটু ভিন্নতা। এবারেও থাকছে বাচ্চাদের জন্য দারুণ সব আয়োজন। এছাড়া বিভিন্ন ধরনের খাবারের বিশাল সমারোহ থাকছে এবারের ক্রিসমাস আয়োজনে।
দ্য শেরাটন
দ্য শেরাটন, ঢাকার এবারের ক্রিসমাসে থাকছে বর্ণিল আয়োজন। তাদের এলফ্রেস্কোতে থাকছে হো হো হো কিডসমাস গার্ডেন পার্টি নামের বৈচিত্র্যময় ক্রিসমাস অনুষ্ঠান। ক্রিসমাসের জাদুতে বাচ্চাদের মাতাতে দারুণ সব গেমস আর রাইডস, ক্রিয়েটিভ কম্পিটিশন, পাপেট শো আর নানা স্বাদের মজাদার খাবারের পসরা। জনপ্রতি মাত্র ৩০০০ টাকায় উপভোগ করা যাবে এ আয়োজন। বিস্তারিত জানতে +৮৮০২ ৫৫৬৬৮১১১
রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন
রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের টেরেসে বসবে শিশুদের আসর ‘জিংগেল অ্যান্ড জয় কিডস ক্রিসমাস। চলবে দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। থাকবে ম্যাজিক শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, সান্তা ক্লজের উপহার। শিশুদের জন্য থাকছে হরেক রকম ফলের জুস, চিকেন পাফ, পপকর্ন ও আইসক্রিম। এখানে প্রবেশমূল্য ১ হাজার ৯০০ টাকা।
প্রতি বছর বড়দিন আসে শান্তি, আনন্দ আর উৎসবের বার্তা নিয়ে। প্রাণে, প্রাণে ছড়িয়ে যাক সে বার্তা, শান্তি আসুক সবখানে, এটাই হোক এবারের বড়োদিনের কথা।
Discussion about this post