নিজস্ব প্রতিবেদক :
নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে পৌর শহরের উকিলপাড়া এলাকার পান মহলের গলিতে এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম জামালপুর পুলিশ লাইন্সের বেতার বিভাগে উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা পুলিশের।
স্থানীয় ও পরিবারের সদস্যরা জানায়, সন্ধ্যায় বাজার করতে বাসা থেকে বের হন শফিকুল। এসময় পানমহাল রোড এলাকায় তিন থেকে চারজন দুর্বৃত্ত দেশি অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তার বাঁ পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি হাত, বুক, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া জানান, ছুটিতে নিজ গ্রামের বাড়ি দুর্গাপুরে আসেন শফিকুল ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেলে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শফিকুল।
দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারহানা জানান, ধারালো অস্ত্রের আঘাতে শফিকুলের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। এ ছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য জখমের চিহ্ন রয়েছে।
Discussion about this post