চাকরি ডেস্ক
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)। উক্ত বোর্ডের অধীনে বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে ‘শিক্ষানবিশ লাইনম্যান’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরম স্বহস্তে পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)
পদের বিবরণ
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: পুরুষ
কর্মস্থল: দেশের যেকোনো স্থান
বয়সসীমা: ২৬ জানুয়ারি, ২০২৫ তারিখ হিসেবে ১৮-২১ বছর
আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) এর থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন
অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট থেকেও আবেদনপত্র সংগ্রহ করা যাবে
ফরমটি আবেদনকারীকে স্বহস্তে পূরণ করতে হবে
আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান পরীক্ষার মূল/সাময়িক সনদপত্রের (মার্কশিট/প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়) ফটোকপি, নাগরিকত্ব সনদের ফটোকপি ও সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে
আবেদন ফি: ৫০ টাকা মূল্যমানের ক্রসড পোস্টাল অর্ডার/পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজারের (বিজ্ঞপ্তিতে ১৩ নম্বরে উল্লিখিত নিজ জেলার সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি) অনুকূলে জমা দিতে হবে
টাকা জমার রশিদ আবেদনপত্রের সঙ্গে অবশ্যই যুক্ত করতে হবে
শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের তারিখ: ২৬ জানুয়ারি, ২০২৫ সকাল ৯টায় বিজ্ঞপ্তিতে উল্লিখিত নিজ জেলার পার্শ্বে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতির সদর দফতরে স্বহস্তে পূরণকৃত আবেদনপত্র ও কাগজপত্রসহ শারীরিক পরীক্ষায় উপস্থিত হতে হবে।
Discussion about this post