নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পুঠিয়ায় চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টা পর উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার আবদুর রশিদ।
সোমবার (১৩ জানুয়ারি) তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে উদ্ধারকাজ শেষে রাজশাহীর সঙ্গে সারাদেশের চলাচল শুরু হয়।
এর আগে, সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার আবদুর রশিদ বলেন, লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম জানান, লাইনচ্যুত হওয়া বগিটি লাইনে তুলে হরিয়ান অথবা সরদহ স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যে রাজশাহী স্টেশনে থাকা ট্রেনগুলো চলাচল শুরু করবে। বিরতিহীন বনলতাসহ কোনো ট্রেন বাতিল করা হয়নি। সবগুলোই চলাচল করবে বলেও জানান তিনি।
Discussion about this post