নিজস্ব প্রতিবেদক :
বিগত নয় মাসের অধিক সময় ধরে বাংলাদেশের প্রথিতযশা কন্ঠশিল্পী, সুরকার, যন্ত্রশিল্পী, গীতিকবি, অভিনয়শিল্পী, পান্ডুলিপিকার, শব্দ প্রকৌশলী, চাকরিচ্যুত রিপোর্টার, ক্যামেরাম্যানসহ এই মাধ্যমের সকল স্টেকহোল্ডারা মিলিত ভাবে বিটিভির ভয়ানক দূর্নীতি ও চিহ্নিত দূর্নীতিবাজ সিন্ডিকেটদের বিরুদ্ধে কঠোর আন্দোলন করে চলেছেন।
বহুদিন থেকে স্বনামধন্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এই আন্দোলনকে প্রত্যক্ষ করছিলেন, তিনি একজন দেশ প্রেমিক নাগরিক হিসেবে এদেশের সংস্কৃতি রক্ষায় স্বপ্রণোদিত ভাবে শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন।
বাংলাদেশ টেলিভিশনের বিগত ১৭ বছর থেকে বর্তমানে চলমান দুর্নীতির বিষয়ে সকল তথ্য উপাত্ত গভীরভাবে পর্যালোচনা করে তিনি বাংলাদেশ টেলিভিশনসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে ৭ দিনের সময় বেঁধে আইনি নোটিশ পাঠিয়েছেন।
এই ৭ দিনের মধ্যে (২৬শে জানুয়ারি পর্যন্ত) যথাযথ কর্তৃপক্ষ চিহ্নিত দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ না করলে তিনি হাইকোর্টে রিট করবেন বলে জানিয়েছেন।
তিনি সকল প্রকার আইনি সহায়তা নিয়ে বাংলাদেশের সংস্কৃতি রক্ষায় ও পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় কোন প্রকার কারন দর্শানো ছাড়াই বিটিভির রিপোর্টারদের চাকুরিচ্যুতের ঘটনায় সকলের পাশে কঠোর ভাবে দাঁড়িয়েছেন বলে নিশ্চিত করেছেন।
Discussion about this post