আন্তর্জাতিক ডেস্ক
ফের বিমান দুর্ঘটনা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। শুক্রবার আমেরিকার ফিলাডেলফিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে, কমপক্ষে দুজন আরোহী নিয়ে বিমানটি একটি শপিং মলের কাছে ভেঙে পড়ে। এতে বেশ কয়েকজন হতাহত হয়ে থাকতে পারেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে ফিলাডেলফিয়ার জরুরি ব্যবস্থাপনা কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনাস্থলে ‘বড় ধরনের ঘটনা’ ঘটেছে বলে নিশ্চিত করলেও বিস্তারিত আর কিছু জানায়নি।
বিমান দুর্ঘটনা প্রসঙ্গে শহরের জরুরি ব্যবস্থাপনা অফিস এক্স-এ লিখেছে, ‘রুজভেল্ট মলের বিপরীতে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার কটম্যান এবং বুস্টেলটন অ্যাভিনিউয়ের কাছে বড় ঘটনা ঘটেছে। রুজভেল্ট বুলেভার্ডের কিছু অংশসহ এলাকার রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। আপতত সেই এলাকা এড়িয়ে চলুন।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সারি সারি বাড়ির কাছে বিমানটি বিধ্বস্ত হয়ে পড়েছে। বেশ কয়েকজন দমকল কর্মী ও জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন।
ফ্লাইট ডেটা অনুযায়ী, একটি ছোট বিমান স্থানীয় এয়ারপোর্ট থেকে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে উড়ে যায় এবং প্রায় ৩০ সেকেন্ড পর এক হাজার ৬০০ ফুট উচ্চতায় ওঠার পর রাডার থেকে সেটি অদৃশ্য হয়ে যায়। দুর্ঘটনাস্থলটি উত্তর-পূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে প্রায় ৪.৮ কিলোমিটার দূরে অবস্থিত।
এর আগে গত বুধবার (২৯ জানুয়ারি) ওয়াশিংটন ডিসির কাছে রোনাল্ড রেগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে সেনাবাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এতে বিমানে থাকা ৬৪ জন যাত্রীই প্রাণ হারান। মাঝআকাশে হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষের পরে বিমানটি একটি নদীতে পড়ে যায়। সামরিক হেলিকপ্টারে থাকা তিনজনেরও মৃত্যু ঘটেছে।
Discussion about this post