নিজস্ব প্রতিবেদক
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দায়িত্বরত সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দুর্নীতিবিরোধী সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র্যাক)।
এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আলাউদ্দিন আরিফ ও সাধারণ সম্পাদক তাবারুল হক এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করার দাবি জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দায়িত্বরত সাংবাদিকের উপর হামলা স্বাধীন সাংবাদিকতার উপর হুমকি। ঘটনাটি ন্যাক্কারজনকও বটে। একই সাথে দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে এ ধরনের হামলা স্বাধীন বিচার বিভাগের মর্যাদাকেও প্রশ্নবিদ্ধ করে।
র্যাক মনে করে, দেশের সর্বোচ্চ আদালত অঙ্গণে সাংবাদিকদের উপর এ হামলার সুষ্ঠু বিচারের দায়িত্ব নেবে সুপ্রিম কোর্ট প্রশাসন। কারণ এ হামলা কেবল সাংবাদিকদের উপরই নয়, বিচার বিভাগের জন্যও সম্মানহানিকর।
বিবৃতিতে আহত সাংবাদিকদের সুচিকিৎসার পাশাপাশি সুস্থতা কামনা করছে র্যাক।
Discussion about this post