স্পোর্টস ডেস্ক
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে তারা। আগে ব্যাট করতে নেমে কিউইদের ২৫০ রানের লক্ষ্য দিয়েছে রোহিত-কোহলিরা।
রোববার (২ মার্চ) টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ৭ বলে ২ মাত্র ২ রান করে ফেরেন শুভমান গিল। ১৭ বলে ১৫ রান করে তাকে সঙ্গ দেন রোহিত।
এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি বিরাট কোহলিও। ১৪ বলে ১১ রান করেন তিনি। কিন্তু অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন শ্রেয়াস আইয়ার। তবে ফিফটি তুলতে পারেননি অক্ষর। ৬১ বলে ৪২ রান করে আউট হন তিনি।
কিন্তু অপর প্রান্ত আগলে রেখে ৭৫ বলে ফিফটি তুলে নেন আইয়ার। অক্ষরের পর তাকে সঙ্গ দেন লোকেশ রাহুল। তবে সেঞ্চুরি তুলতে পারেননি তিনি। ৯৮ বলে ৭৯ রান করে ক্যাচ আউট হন আইয়ার।
ইনিংস বড় করতে পারেননি রাহুলও। ২৯ বলে ২৩ রান করে এই ডান হাতি ব্যাটার আউট হলে ব্যাট চালাতে থাকেন হার্দিক পান্ডিয়া। ১৬ রান করে তাকে সঙ্গ দেন জাদেজা।
৪৫ বলে ৪৫ রান করে শেষ দিকে ক্যাচ আউট হন হার্দিক। আর মোহাম্মদ শামি ৫ রান করে আউট হলে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান তুলতে পারে ভারত।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন ম্যাট হেনরি। এ ছাড়াও জেমিসন, মিচেল স্যান্টনার, উইল ও’রউর ও রাচিন রাবিন্দ্রা নেন একটি করে উইকেট।
Discussion about this post