নিজস্ব প্রতিবেদক
মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটির শারীরিক অবস্থার কথা জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সংস্থাটি বলছে, শিশুটির অবস্থা এখনও আশঙ্কাজনক। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচে) পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) চিকিৎসা চলছে।
রোববার (৯ মার্চ) দিবাগত রাত ১টার দিকে আইএসপিআর থেকে ক্ষুদে বার্তা পাঠিয়ে এ তথ্য জানানো হয়।
পিআইসিইউ হলো হাসপাতালের একটি বিশেষায়িত ইউনিট। সেখানে গুরুতর অসুস্থ শিশুদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়।
এর আগে, শনিবার (৮ মার্চ) শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, মাগুরার ওই শিশুটিকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। তারা ইতোমধ্যে সেখানে পৌঁছেছে। তিনি আরও জানান, শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। এ ছাড়া তার চিকিৎসায় চার সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করার তথ্য জানান তিনি।
গত ৫ মার্চ (বুধবার) বোনের বাড়ি বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয় আট বছরের ওই শিশু। প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও তার অবস্থার কোনও উন্নতি হয়নি। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার (৭ মার্চ) রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।
আট বছরের শিশু আছিয়াসহ দেশজুড়ে ধর্ষণে অভিযুক্তদের দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে সারাদেশে বিক্ষোভ ও আন্দোলন চলছে।
Discussion about this post