নিজস্ব প্রতিবেদক
মাই সেকেন্ড হোম (এমএম২এইচ) কর্মসূচির মাধ্যমে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দেশের ৫৮ হাজার ৪৬৮ জন নাগরিক মালয়েশিয়ায় সেকেন্ড হোম গড়েছেন। এর মধ্যে মালয়েশিয়ায় ‘সেকেন্ড হোম’ গড়েছেন ৩ হাজার ৬০৪ বাংলাদেশি। রোববার (৮ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানান মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রী দাতুক সেরি তিওং কিং সিন। তবে বাংলাদেশিদের বিস্তারিত পরিচয় প্রকাশ করেননি তিনি।
অনুসন্ধানে জানা গেছে, মালয়েশিয়ায় প্রায় ১৫ লাখ বাংলাদেশি বসবাস করছেন। এর মধ্যে কয়েক হাজার বাংলাদেশি রেস্টুরেন্টের ব্যবসা গড়েছেন। ওই দেশে বাংলাদেশি ব্যবসায়ীদের পাঁচতারা হোটেল ব্যবসা, গার্মেন্ট কারখানা, ওষুধ শিল্পসহ নানা খাতে বিপুল বিনিয়োগ রয়েছে। অনেকে রাজধানী কুয়ালালামপুরসহ বড় বড় শপিংমলে দোকানও কিনেছেন। অনেকে স্বর্ণ, খেলনা, তৈরি পোশাকের ব্যবসা করছেন। এদের কেউই বাংলাদেশ থেকে বৈধভাবে অর্থ স্থানান্তর করেননি।
Discussion about this post