নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তোলা ভয়ংকর প্রতারক আশরাফুজ্জামান ওরফে মিনহাজ উদ্দিনের শেষ রক্ষা হলো না। বুধবার (২৬ মার্চ) রাতে তাকে শরিয়তপুরের নড়িয়া থেকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭মার্চ) সকালে মিনহাজকে আটকের বিষয়টি জানা গেছে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়ে তিনি বলেন, সেনাবাহিনীর একটি টিম তাকে আটক করেছে বলে জানতে পেরেছি। তবে এখনও থানায় হস্তান্তর করা হয়নি।
কে এই প্রতারক মিনহাজ?
কখনো নিজেকে পালিয়ে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বলে পরিচয় দিতেন আশরাফজ্জামান ওরফে মিনহাজ। কখনো আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন পরিচয় দিয়ে বিএনপি নেতাদের বড় পদ দেয়ার আশ্বাস দিতেন। দল চালানোর পরামর্শও তিনি তারেক রহমানকে দিতেন বলে দাবি করতেন মিনহাজ।
জানা গেছে, মিনহাজ নতুন নতুন কায়দায় প্রতারণা করে অর্থ হাতিয়ে নিতেন। কখনো নিজেকে পরিচয় দেন কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির পিএইচডি গবেষক। আবার কোথাও বলেন, তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর। বর্তমানে নিজেকে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর দাবি করছেন। নিজেকে বিত্তবান পরিচয় দিয়ে সুইস ব্যাংকে ৫৫ মিলিয়ন ডলার গচ্ছিত আছে বলেও দাবি তার।
এই প্রতারকের বাড়ি নোয়াখালীর মিরওয়ারিশপুর।
অভিযোগ আছে, বিসিএস ক্যাডার ‘কথিত’ স্ত্রীর প্রভাব দেখিয়ে ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে মিথ্যা মামলার আসামি করে আবার ভুক্তভোগীদের সহযোগিতার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়াই তার মূল পেশা।
সম্প্রতি প্রতারক মিনহাজ ও তার স্ত্রীর এসব অপকর্মের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগও জমা পড়েছে।
Discussion about this post