নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু হঠাৎ অসুস্থ হয়ে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাকে সোনাইমুড়ী থেকে ঢাকায় নেওয়ার পথে নগরীর ঝাউতলা এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন সিসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
শায়রুল জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু গ্রামের বাড়ি থেকে আসার পথে রাস্তায় বমি হয়েছে, ব্লাড প্রেশার বৃদ্ধি পেয়েছিল। দ্রুত কুমিল্লার একটি হাসপাতালে নেওয়ার পর ভর্তি করা হয়। তিনি এখন সিসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।
পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়েছে বলেও জানান শায়রুল।
জানা গেছে, বরকত উল্লাহ বুলু ঈদুল ফিতরের পরের দিন থেকে নিজ নির্বাচনী এলাকায় টানা বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন। শারীরিকভাবে অসুস্থ থাকার পরও বেশ কয়েকটি রাজনৈতিক-সামাজিক অনুষ্ঠানে যোগ দেন। কিন্তু তিনি গত শনিবার দুপুর থেকে জ্বরে আক্রান্ত। রোববার সকাল থেকে তার শ্বাসকষ্টজনিত রোগ প্রকট আকার ধারণ করে। ক্রমাগত শারীরিক অবস্থার অবনতি ঘটে।
Discussion about this post