নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার (২২ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চে এ কথা জানানো হয়।
রাষ্ট্রপক্ষের এই বক্তব্য আদালতে উপস্থাপনের পর, মামলার বিচার প্রক্রিয়া ও ন্যায়বিচারের সম্ভাবনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
প্রায় এক যুগ আগে ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের এখনো কোনো কার্যকর অগ্রগতি না হওয়া এবং এবার মূল নথিপত্র ধ্বংস হওয়ার ঘটনায়, মামলাটির ভবিষ্যৎ নিয়ে সংশয় বাড়ছে। আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শোনার পর এ বিষয়ে কী নির্দেশনা দেবেন, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নিজ ঘরে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। দীর্ঘদিনেও মামলার তদন্ত শেষ হয়নি, যার কারণে পরিবারসহ সাধারণ মানুষ বারবার ক্ষোভ প্রকাশ করে আসছে।
Discussion about this post