নিজস্ব প্রতিবেদক
শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত সময়ে শ্রমিকরা অধিকার বঞ্চিত হয়েছে। কারণ বিগত সময়ে সরকারের নীতিনির্ধারকরাই ছিল শিল্প কারখানার মালিক।
বৃহস্পতিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মে দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় যোগ দেন উপদেষ্টা। এরপর তিনি সাংবাদিকদের একথা বলেন।
উপদেষ্টা বলেন, পরিবর্তিত বাংলাদেশে শ্রমিকদের ন্যূনতম চাহিদা পূরণ, স্বাস্থ্য–সুরক্ষাসহ শ্রমিকদের স্বার্থ রক্ষায় অন্তবর্তী সরকার কাজ করে যাচ্ছে।
ড. এম সাখাওয়াত হোসেন আরও বলেন, মালিক ও শ্রমিকদের দূরত্ব কমাতে হবে। এ সময় শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে শ্রম মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন তিনি।
Discussion about this post