নিজস্ব প্রতিবেদক
চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার চার মাস পরে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডনে মাকে বিদায় জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পুত্র তারেক রহমান।
সোমবার (৫ মে) লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামীকাল তিনি দেশে এসে পৌঁছাবেন বলে জানিয়েছেন দলটি।
কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমানে (এয়ার অ্যাম্বুলেন্স) বেগম জিয়া দেশে ফিরছেন। প্রসঙ্গত, কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সেই তিনি লন্ডনে গিয়েছিলেন। খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানও দেশে আসছেন।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
Discussion about this post