স্পোর্টস ডেস্ক
কাতার বিশ্বকাপের পর থেকে সময়টা ভালো যাচ্ছে লাতিন আমেরিকার অন্যতম ফুটবল পরাশক্তি ব্রাজিলের। তবে বিচ ফুটবলে আলো ছড়িয়েছে সেলেসাওরা। ফিফা বিচ ফুটবল বিশ্বকাপে নিজেদের সপ্তম শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। এতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বিচ ফুটবলেও আছে সবার ওপরে।
রোববার (১১ মে) সেশেলসে অনুষ্ঠিত ১৩তম আসরের ফাইনালে বেলারুশকে হারিয়ে হারিয়ে ২০২৫ ফিফা বিচ ফুটবল বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। রোমাঞ্চে ভরা ফাইনালে ৪-৩ গোলের জয় পেয়েছে ব্রাজিল।
এর আগে গ্রুপ পর্বে সালভাদোর, ইতালি, ওমান ও স্পেনকে হারিয়েছে তারা। তবে ওমানের বিপক্ষে সর্বোচ্চ ১১ গোল করেছে সেলেসাওরা।এরপর কোয়ার্টার ফাইনালে শক্তিশালী স্পেনকে ৬-০ গোলের ব্যবধানে হারিয়ে সেমিতে ওঠে ব্রাজিল।
আর সেমিফাইনালে পর্তুগালকে হারায় ৪-২ ব্যবধানে। সেশেলসের সমুদ্র সৈকতে ব্রাজিলের ফুটবলাররা ফুটিয়েছেন সৌন্দর্যের ফুল। থমথমে সময়ে এই বিশ্বকাপ ভক্তদের এনে দিয়েছে স্বস্তি।
মূল ফুটবল মাঠে ব্যর্থ হলেও ফুটসাল কিংবা বালির মাঠে ব্রাজিল আছে দারুণ ছন্দে। ফুটবলের আরেক সংস্করণ ফুটসালেরও বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল।
এদিকে ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নতুন পরিকল্পনা করছে দেশটির ফুটবল ফেডারেশন। নেইমার-রাফিনহাদের জন্য নতুন কোচ আনতে চলেছে ব্রাজিল। যে দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি।
Discussion about this post