স্পোর্টস ডেস্ক
চলমান আইপিএলকে সামনে রেখে নতুন স্কোয়াড তৈরি করেছিল পাঞ্জাব কিংস। যার ফল ভোগ করছে দলটি, প্রায় একযুগ পর আইপিএলের প্লে-অফে উঠেছে তারা। তবে এই সাফল্যের মাঝেই দেখা দিয়েছে বড় ধরনের সংকট-দলটির মালিকানা নিয়ে শুরু হয়েছে আইনি লড়াই।
ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিক ও বলিউড তারকা প্রীতি জিনতা মামলা করেছেন দুই সহ-মালিক মোহিত বর্মন ও নেস ওয়াদিয়ার বিরুদ্ধে। ভারতের একাধিক গণমাধ্যম ও টাইমস নাউ এই তথ্য প্রকাশ করেছে। চণ্ডীগড় আদালতে এই মামলার শুনানি শুরু হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, মোহিত ও ওয়াদিয়া নিয়ম বহির্ভূতভাবে একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডাকেন। প্রীতি দাবি করেছেন, ওই সভাটি কোম্পানি আইন ২০১৩-সহ একাধিক নিয়ম লঙ্ঘন করে ডাকা হয়েছে।
পাঞ্জাব কিংসের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কেপিএইচ ড্রিম ক্রিকেট প্রাইভেট লিমিটেড-এর বোর্ডে তিন পরিচালক হলেন প্রীতি, মোহিত ও ওয়াদিয়া। গত ২১ এপ্রিল অনুষ্ঠিত ইজিএম-এর আগেই প্রীতি জানিয়ে দেন যে, তিনি সভার বৈধতা মানছেন না। তবুও তার আপত্তি অগ্রাহ্য করে সভাটি অনুষ্ঠিত হয়। প্রীতি সেই সভায় উপস্থিত ছিলেন ঠিকই, তবে পরে আইনি পদক্ষেপ গ্রহণ করেন।
আদালতের কাছে প্রীতির আবেদন, ২১ এপ্রিলের সভা ও তাতে গৃহীত সিদ্ধান্তসমূহ বাতিল করতে হবে। পাশাপাশি, মুনিশ নামের এক পরিচালকের পদ বাতিল এবং মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো সভা না ডাকার নির্দেশনা চেয়েছেন।
উল্লেখ্য, ১২ ম্যাচে ৮টি জয় নিয়ে এরই মধ্যে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে পাঞ্জাব কিংস। অন্যদিকে, বোর্ড রুমে এই বিভাজন এবং আইনি ঝামেলা দলটির সাফল্যকে ছায়াচ্ছন্ন করে তুলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
Discussion about this post