তানজিনুল ইসলাম তামিম :
বলিউড জগতে শোকের ছায়া নেমে এসেছে। জনপ্রিয় অভিনেতা মুকুল দেব ৫৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীরা। তার অকাল প্রয়াণে বলিউড পাড়ায় নেমে এসেছে গভীর শোক। মুকুল দেব ১৯৯৬ সালে ‘দস্তক’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। এরপর তিনি বহু হিন্দি, পাঞ্জাবি, তেলেগু, তামিল, কন্নড়, বাংলা এবং মালায়ালম ভাষার সিনেমায় অভিনয় করেছেন। ‘সন অফ সর্দার’, ‘আর… রাজকুমার’, ‘জয় হো’, ‘যমলা পাগলা দিওয়ানা’ সহ একাধিক জনপ্রিয় ছবিতে তার অভিনয় দর্শক মনে দাগ কেটেছিল।
টেলিভিশন জগতেও তার উপস্থিতি ছিল লক্ষণীয়। ‘মুশকিন’, ‘ঘরওয়ালি উপরওয়ালি’, ‘কাহানি ঘর ঘর কি’ সহ বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। তিনি অভিনেতা রাহুল দেবের ছোট ভাই।
মুকুল দেবের মৃত্যুর খবরটি তার সহকর্মী ও বন্ধুদের জন্য ছিল এক গভীর শোকের। অভিনেতা বিন্ধু দারা সিং জানিয়েছেন, মুকুল গত প্রায় ৮-১০ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি বলেন, “এটি খুবই দুঃখের খবর। মুকুল ছিল আমার ভাইয়ের মতো। আমি এখনও বিশ্বাস করতে পারছি না সে চলে গেছে।” অভিনেতা মনোজ বাজপেয়ীও সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে লিখেছেন, “আমার অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব।
মুকুল ছিল আত্মার দিক থেকে ভাই, এমন একজন শিল্পী যার উষ্ণতা এবং আবেগ অতুলনীয় ছিল। খুব তাড়াতাড়ি চলে গেল, খুব অল্প বয়সে।” মুকুল দেবের এই আকস্মিক মৃত্যু ভারতীয় বিনোদন জগতে এক অপূরণীয় ক্ষতি। তার বহুমুখী অভিনয় এবং বিনয়ী স্বভাবের জন্য তিনি সবসময় স্মরণীয় হয়ে থাকবেন।
Discussion about this post