নিজস্ব প্রতিবেদক:
আজ শনিবার (১৯ জুলাই) ঢাকায় অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। এই সমাবেশে যোগ দিতে খুলনা জেলা ও মহানগর থেকে ২৬০টি বাস ও ট্রেনের একটি বগি ভর্তি করে নেতাকর্মীরা ঢাকায় পৌঁছেছেন।
খুলনা মহানগর জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ১১০টি বাসের ব্যবস্থা করেছে। এসব যানবাহনে প্রায় ৭ হাজার নেতাকর্মী ঢাকায় গেছেন। এছাড়া ট্রেনের একটি বগিও রিজার্ভ ছিল। পাশাপাশি, ব্যক্তি উদ্যোগেও অনেকে সমাবেশে যোগ দিচ্ছেন।
অন্যদিকে, খুলনা জেলা জামায়াতের পক্ষ থেকেও নেওয়া হয় আলাদা প্রস্তুতি। জেলা ইউনিটের আয়োজনে প্রায় ১৫০টি বাসে ঢাকায় গেছেন।
সমাবেশে অবস্থানরত খুলনার জামাতকর্মী হাফেজ কামরুজ্জামান, মাওলানা বদরুজ্জামান ও ব্যবসায়ী আসাদুজ্জামান হেলাল জানান, তারা শনিবার সকালেই সমাবেশে পৌঁছে গেছেন। তবে সমাবেশে যোগদানরত গাড়ি বহর জ্যামে পড়ায় অনেকেই বিলম্বে পৌঁছেছেন।
এ বিষয়ে জামায়াতের খুলনা মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল বলেন, “এই মহাসমাবেশে খুলনার নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। ইতোমধ্যে বেশিরভাগ গাড়ি ঢাকায় পৌঁছেছে।
Discussion about this post