নিজস্ব প্রতিবেদক:
স্ত্রীর কাছ থেকে তালাকের নোটিশ পেয়ে আত্মহত্যার ঘোষণা দিয়েছিলেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তবে পরিবার এবং সন্তানদের অনুরোধে আত্মহত্যার পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেন তিনি। এক ভিডিও বার্তায় এ খবর নিজেই জানিয়েছেন তিনি।
এর মধ্যেই খবর এলো বুধবার (১৩ আগস্ট) বিকেলে হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম। তার ফেসবুক থেকে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে কোনো সাড়া মেলেনি। পাশাপাশি পরিবারের পক্ষ থেকেও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
এর আগে, বিকেলেই ফেসবুকে দেওয়া এক পোস্টে হিরো আলম লিখেছিলেন, রিয়া মনি মিথ্যা কথা বলে। তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম না। হিরো আলম ওষুধ খেয়ে মরে না, আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যা ছিল, তাই মেনে নিতে পারলাম না… কাল বিকেল পাঁচটায় জানাজা আমার নিজ বাসভবনে।
হিরো আলম অভিযোগ করেন, তার স্ত্রী রিয়া মনি পরকীয়ায় জড়িয়েছেন। প্রমাণ হিসেবে তিনি নিজের ফেসবুক পেজে স্ত্রী ও কনটেন্ট ক্রিয়েটর ম্যাক্স অভির কয়েকটি ভিডিও ক্লিপ প্রকাশ করেন। এরপরই রিয়া মনি তাকে তালাক দেওয়ার ঘোষণা দেন।
এর আগে, কয়েকদিন আগেও বগুড়ার ধুনটে নিজ বাড়িতে গিয়ে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন হিরো আলম। তখন তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে স্ত্রী রিয়া মনি হাসপাতালে গিয়ে তাকে ফিরিয়ে আনেন। একসময়ে আবারও একত্রে বসবাস শুরু করলেও নতুন করে মনোমালিন্য শুরু হয় দম্পতির মধ্যে।
পরিবার ও সন্তানদের অনুরোধে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানালেও, কয়েক ঘণ্টার মধ্যেই হার্ট অ্যাটাকের খবর আসে তার ফেসবুক পেজ থেকে।
Discussion about this post