নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ট্রান্সফরমার সংলগ্ন বাসায় আগুন লেগে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে গেন্ডারিয়া হরিচরণ রোডের একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন মোসলেম উদ্দিন (৬৫), তার স্ত্রী সালমা বেগম (৫০) ও তাদের ছেলে মেজবাহ উদ্দিন (২৮)।
দগ্ধদের স্বজনরা জানিয়েছেন, বাসাটির দ্বিতীয় তলায় পরিবারটি থাকে। আর বাসার পাশেই বিদ্যুতের ট্রান্সফরমার। মাঝ রাতে হঠাৎ ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়। সেখান থেকে আগুন লেগে যায় বাসাটিতে। পরে আগুন ছড়িয়ে পড়লে পরিবারটির ৩ সদস্য দগ্ধ হন। ভোরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
এ বিষয়ে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার গণমাধ্যমকে বলেন, মোসলেম উদ্দিনের শরীরের ৯০ শতাংশ, সালমার ৫৫ ও মেজবাহর ১০০ শতাংশই পুড়ে গেছে। এ ছাড়া তাদের শ্বাসনালিও পুড়ে গেছে।
তিনি আরও বলেন, ৩ জনের অবস্থায়ই গুরুতর। তাদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Discussion about this post