স্পোর্টস ডেস্ক
আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ দিয়ে দীর্ঘ ১৮ বছর পর আইসিসির মূল পর্যায়ের কোনো টুর্নামেন্ট আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা। যেখানে তার সহযোগী হিসেবে থাকছে নামিবিয়া ও জিম্বাবুয়ে। টুর্নামেন্টেটি শুরু হতে এখনও দেড় বছর বাকি থাকলেও কোন দেশে কতটি ম্যাচ হবে তা জানিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড জানিয়েছে, স্থানীয় এক সংস্থাকে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। সংস্থার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার সাবেক অর্থমন্ত্রী ট্রেভর ম্যানুয়েল।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের চেয়ারপার্সন পার্ল মাফোশে বলেন, দক্ষিণ আফ্রিকার বৈচিত্র গোটা বিশ্বের সামনে তুলে ধরাই আমাদের বোর্ডের লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা তৈরি হচ্ছি।
জানা গেছে, ২০২৭ বিশ্বকাপে মোট ৫৪টি ম্যাচ হবে। এর মধ্যে ৪৪টি ম্যাচ হবে দক্ষিণ আফ্রিকায়। ভেন্যু আটটি। সেগুলো হল- জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপ টাউন, ডারবান, কেবেরহা, ব্লুমফনটেইন, ইস্ট লন্ডন ও পার্ল।
এই আট মাঠে মোট ৪৪টি ম্যাচ হলেও কোন মাঠে কতগুলো ম্যাচ হবে তা এখনও জানানো হয়নি। বিশ্বকাপের বাকি ১০টা ম্যাচ হবে নামিবিয়া ও জিম্বাবুয়েতে।
২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল। তার আগে দেশটিতে ২০০৩ সালের ওয়ানডে ও ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল। ২০০৯ সালের পর আর জাতীয় দলের কোনো আইসিসি টুর্নামেন্ট দক্ষিণ আফ্রিকায় হয়নি।
২০২৩ সালে শেষ বার ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল। দক্ষিণ আফ্রিকা সেবার সেমিফাইনালে হেরেছিল। এখন পর্যন্ত একবারও বিশ্বকাপ জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। ২০২৭ সালে নিজেদের দেশে বিশ্বসেরা হওয়ার লক্ষ্যে তারা।
Discussion about this post