নিজস্ব প্রতিবেদক:
প্রকৌশল অধিকার আন্দোলনের নেতাকর্মীরা বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশের সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছেন। ফলে কোনো বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টায় আন্দোলনের নেতা জুবায়ের আহমেদ এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি ঘোষণার পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে শাহবাগে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন।
আন্দোলনকারীদের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথমে এম ওয়ালীউল্লাহ জানান, বৃহস্পতিবার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শিক্ষার্থীদের তিন দফা দাবি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভা হবে। তিনি বলেন, “জনদুর্ভোগ চিন্তা করে মাঠের কর্মসূচিতে যাচ্ছি না।”
তবে পরবর্তীতে জুবায়ের আহমেদ আরেকটি কর্মসূচি ঘোষণা করে জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি বলেন, “আগামীকাল সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হলো।”
Discussion about this post