নিজস্ব প্রতিবেদক
ঢাকার কেরানীগঞ্জে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে পলাশ গাজী (৩০)ও সাব্বির হোসেন (২২)।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কেরানীগঞ্জ সার্কেল ও অতিরিক্ত ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল হক ডাবলুর নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার গভীর রাতে শাক্তা ইউনিয়নের হিজলা এলাকায় অভিযান চালিয়ে পলাশ ও সাব্বিরকে গ্রেফতার করে।
এ সময় তাদের দেহ তল্লাশি করে বিদেশী একটি পিস্তল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রজ্জু করা হয়েছে।
গ্রেফতারকৃত পলাশ গাজীর বাবার নাম রহমান গাজী। বাড়ি শাক্তা ইউনিয়নের কাসেমাবাদ গ্রামে। গ্রেফতারকৃত অপর আসামি সাব্বিরের বাবার নাম মোঃ শাফি। বাড়ি তারানগর ইউনিয়নের শহীদ নগর বাঁশ পট্রি গ্রামে।
Discussion about this post