ক্রীড়া প্রতিবেদক :
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘‘পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা (বালক ও বালিকা)-২০২৫ এর কাপ পর্বের খেলা শুরু হয়েছে রবিবার।
পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বালিকা বিভাগের খেলায় প্রথম ম্যাচে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ২৩-০০ গোলের বড় জয় পেয়েছে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের বিপক্ষে। প্রথমার্ধে ১৮-০০ গোলে এগিয়ে ছিল ভিকারুননিসা নূন স্কুল। উইলস লিটল ফ্লাওয়ার স্কুল ০৮-০৪ গোলে হারিয়েছে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজকে। প্রথমার্ধে বিজয়ী দল ০৩-০০ গোলে এগিয়ে ছিল। অন্য ম্যাচে সাউথ পয়েন্ট মালিবাগ শাখা ০৬-০২ গোলে হারিয়েছে সাউথ পয়েন্ট বনানী শাখাকে। প্রথমার্ধে বনানী শাখা ০২-০১ গোলে এগিয়ে ছিল। অন্যদিকে, নিজেদের ২য় খেলায় ভিকারুননিসা নূন স্কুল ৩২-০০ গোলে হারিয়েছে সেন্ট ফ্রান্সেস জাভিয়েরস স্কুলকে। প্রথমার্ধে বিজয়ী দল ১৮-০০ গোলে এগিয়ে ছিল। সানিডেইল ২৪-০১ সাউথ পয়েন্ট বনানীকে পরাজিত করে। বিজয়ী দল ১৫-০১ গোলে প্রথমার্ধে এগিয়ে ছিলো।
অপরদিকে বালক বিভাগের খেলায় সেন্ট গ্রেগরিজ হাইস্কুল ১৮-০৪ গোলে মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়কে হারিয়েছে। প্রথমার্ধে সেন্ট গ্রেগরী ১১-০২ গোলে এগিয়ে ছিল। সানিডেইল ২১-১৪ গোলে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলকে হারিয়েছে। প্রথমার্ধে ০৯-০৩ গোলে সানিডেইল এগিয়ে ছিল। অন্য খেলায় আইডিয়াল স্কুল ২১-০৭ গোলে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়কে হারিয়েছে। প্রথমার্ধে আইডিয়াল স্কুল ০৯-০১ গোলে এগিয়ে ছিল। নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় ২৫-১১ গোলে মিতালী বিদ্যাপীঠ হাইস্কুলকে হারিয়েছে। প্রথমার্ধে বিজয়ী দল ১৩-০৭ গোলে এগিয়ে ছিল। দিনের শেষ খেলায় ঢাকা গভ: মুসলিম হাই স্কুল ১৭-১৬ গোলে হারিয়েছে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলকে। যেখানে প্রথমার্ধে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ১১-০৮ গোলে এগিয়ে ছিলো।
সিএনএস//এল//
Discussion about this post