নিজস্ব প্রতিবেদক:
মিরপুর -১৩ নম্বর বিআরটিএতে অভিযান চালিয়ে ৪ দালালকে আটক করে তাদের বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছে আনসার সদস্যরা।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১১ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ঢাকা মহানগর আনসার পশ্চিম জোনের মিরপুর বিআরটিএ’র আদালত – ৬ এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের অধীনে আনসার কমান্ডার (পিসি) মোহাম্মদ সোহেল রানার নেতৃত্বে সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে উক্ত ৪ জন দালালকে আটক করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার তিন জনকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এবং আরেকজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
দণ্ডপ্রাপ্ত দালালরা হলো, মিরপুর- ১ নম্বর সেকশন এলাকার মোহাম্মদ কামাল (৪৫), মিরপুর কাজীপাড়ার মোহাম্মদ সাইদুল (২৮), মিরপুর ভাষানটেক মাসুদ রানা (৩৬) ও মিরপুর সেনপাড়া মোহাম্মদ বাবু (২৮)।
আটককৃতরা হলো, মোহাম্মদ কামাল, সাইদুল, মাসুদ রানা ও মোহাম্মদ বাবু। পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃত দালালদের মধ্যে তিন জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড অপর একজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কাফরুল থানার পুলিশের কাছে হস্তান্তর করেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ৩ মাসে মিরপুর বিআরটিএ থেকে ৮৭ জন দালালকে আটক করা হয়েছে। তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে ।
ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার জানান, বিআরটিএতে দালালদের বিরুদ্ধে সব সময় অভিযান অব্যাহত থাকবে। বিআরটিএ আগত গ্রাহকদের ভালো সেবা দেওয়ার জন্য আমরা সব সময় প্রস্তুত আছি। আনসার কমান্ডার মোহাম্মদ সোহেল রানা জানান, আমরা সব সময় দালালদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছি এবং অব্যাহত থাকবে।
Discussion about this post